সঠিক নিয়মে পলিটেকনিক উপবৃত্তি ফরম পূরণ
ব্যক্তিগত তথ্য ইংরেজি লেখা গুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে) শিক্ষার্থীর নাম (বাংলা) শিক্ষার্থীর নাম (ইংরেজি জন্ম সনদের নাম্বার জন্ম তারিখ লিঙ্গ পুরুষ হলে ( পুরুষ )মহিলা হলে (মহিলা) পিতার নাম (বাংলা) পিতার নাম (ইংরেজি)বড় হাতের পিতার এন আই ডি পিতার জন্ম তারিখ পিতার মোবাইল নম্বর স্থায়ী ঠিকানা (যেখানে আপনার জন্ম সেই ঠিকানা ) বর্তমান ঠিকানা (যেখানে আপনি বর্তমানে আছেন সেই ঠিকানা ) পূর্ববর্তী শিক্ষা তথ্য (এস.এস.সি) বর্তমান শিক্ষা তথ্য (অত্র প্রতিষ্ঠানের ভর্তির সন (যেই সালে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ঐ সাল ) সেশন ( বলতে মূলত আপনি যে সালে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই সাল এবং পরবর্তী সাল যেমন:- (২৫-২৬ বর্তমান প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য) বিভাগ: আপনি কোন বিভাগে পড়াশোনা করেন যেমন:- সিভিল, ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল ইত্যাদি পর্ব যে পর্বে অধ্যয়নরত অবস্থায় আছেন টেকনোলজি/ট্রেড: আপনার টেকনোলজি কোড যেটি সেটি দিতে হবে অভিভাবকের তথ্য যোগ্যতার শর্ত এবং সংযুক্তি: পেমেন্ট মোড নির্বাচন করুন: ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংকিং আর মোব...