সঠিক নিয়মে পলিটেকনিক উপবৃত্তি ফরম পূরণ
ব্যক্তিগত তথ্য
ইংরেজি লেখা গুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে)
শিক্ষার্থীর নাম (বাংলা)
শিক্ষার্থীর নাম (ইংরেজি
জন্ম সনদের নাম্বার
জন্ম তারিখ
শিক্ষার্থীর নাম (ইংরেজি
জন্ম সনদের নাম্বার
জন্ম তারিখ
লিঙ্গ পুরুষ হলে ( পুরুষ )মহিলা হলে (মহিলা)
পিতার নাম (বাংলা)
পিতার নাম (ইংরেজি)বড় হাতের
পিতার এন আই ডি
পিতার জন্ম তারিখ
পিতার মোবাইল নম্বর
পিতার নাম (ইংরেজি)বড় হাতের
পিতার এন আই ডি
পিতার জন্ম তারিখ
পিতার মোবাইল নম্বর
স্থায়ী ঠিকানা (যেখানে আপনার জন্ম সেই ঠিকানা )
বর্তমান ঠিকানা (যেখানে আপনি বর্তমানে আছেন সেই ঠিকানা )
বর্তমান ঠিকানা (যেখানে আপনি বর্তমানে আছেন সেই ঠিকানা )
পূর্ববর্তী শিক্ষা তথ্য (এস.এস.সি)
বর্তমান শিক্ষা তথ্য (অত্র প্রতিষ্ঠানের
বর্তমান শিক্ষা তথ্য (অত্র প্রতিষ্ঠানের
ভর্তির সন (যেই সালে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ঐ সাল )
সেশন ( বলতে মূলত আপনি যে সালে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই সাল এবং পরবর্তী সাল যেমন:- (২৫-২৬ বর্তমান প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য)
সেশন ( বলতে মূলত আপনি যে সালে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই সাল এবং পরবর্তী সাল যেমন:- (২৫-২৬ বর্তমান প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য)
বিভাগ:
আপনি কোন বিভাগে পড়াশোনা করেন যেমন:- সিভিল, ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল ইত্যাদি
আপনি কোন বিভাগে পড়াশোনা করেন যেমন:- সিভিল, ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল ইত্যাদি
পর্ব
যে পর্বে অধ্যয়নরত অবস্থায় আছেন
টেকনোলজি/ট্রেড:
আপনার টেকনোলজি কোড যেটি সেটি দিতে হবে
অভিভাবকের তথ্য
যে পর্বে অধ্যয়নরত অবস্থায় আছেন
টেকনোলজি/ট্রেড:
আপনার টেকনোলজি কোড যেটি সেটি দিতে হবে
অভিভাবকের তথ্য
যোগ্যতার শর্ত এবং সংযুক্তি:
পেমেন্ট মোড নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে
পেমেন্ট মোড নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে হবে
মোবাইল ব্যাংকিং
মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান (বিকাশ/নগদ/রকেট) সিলেক্ট করতে হবে
অ্যাকাউন্ট নম্বর (মোবাইল নম্বর)
অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে
মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান (বিকাশ/নগদ/রকেট) সিলেক্ট করতে হবে
অ্যাকাউন্ট নম্বর (মোবাইল নম্বর)
অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে
অ্যাকাউন্টধারীর এনআইডি নম্বর
যার ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্টটি খোলা হয়েছে তার ভোটার আইডি কার্ড নাম্বার
যার ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্টটি খোলা হয়েছে তার ভোটার আইডি কার্ড নাম্বার
আবেদন ফর্ম পূরণের নির্দেশাবলীঃ
১। আবেদনকারী শিক্ষার্থী অত্যন্ত সতর্কতার সাথে তথ্যের সঠিকতা নিশ্চিত হয়ে ফর্ম পূরণ করবে,
২। MIS সফটওয়ারের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হবে বিধায় সকল ক্ষেত্রে তথ্য এন্ট্রি নির্ভুল হওয়া এবং স্পষ্ট হওয়া বাঞ্চনীয়
৩। অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্রের নামের সাথে অ্যাকাউন্ট এর নামের মিল থাকতে হবে।
৪। একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না।
৫। অ্যাকাউন্টধারীর মোবাইল ব্যাংকিং সেবা (নগদ, রকেট, বিকাশ) সচল আছে কিনা নিশ্চিত থাকতে হবে।
৬। অসম্পূর্ণ তথ্য সম্বলিত ফরম বাতিল বলে গণ্য হবে।
সংযুক্তঃ
পাসপোর্ট সাইজের (সদ্য তোলা) ছবি ০১ কপি।
অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি।
বাবা ও মায়ের (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
এস.এস.সি পরীক্ষার মার্কশিট বা এডমিট কার্ডের ফটোকপি।
মোবাইল ব্যাংকিং একাউন্ট (বিকাশ/নগদ/রকেট) খোলা যার নামে তার (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
সংযুক্ত সকল ফটোকপি গুলো অবশ্যই স্পষ্ট এবং A4 সাইজ পেপারে হতে হবে।
২। MIS সফটওয়ারের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হবে বিধায় সকল ক্ষেত্রে তথ্য এন্ট্রি নির্ভুল হওয়া এবং স্পষ্ট হওয়া বাঞ্চনীয়
৩। অ্যাকাউন্টধারীর জাতীয় পরিচয়পত্রের নামের সাথে অ্যাকাউন্ট এর নামের মিল থাকতে হবে।
৪। একই অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থী ব্যবহার করতে পারবে না।
৫। অ্যাকাউন্টধারীর মোবাইল ব্যাংকিং সেবা (নগদ, রকেট, বিকাশ) সচল আছে কিনা নিশ্চিত থাকতে হবে।
৬। অসম্পূর্ণ তথ্য সম্বলিত ফরম বাতিল বলে গণ্য হবে।
সংযুক্তঃ
পাসপোর্ট সাইজের (সদ্য তোলা) ছবি ০১ কপি।
অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি।
বাবা ও মায়ের (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
এস.এস.সি পরীক্ষার মার্কশিট বা এডমিট কার্ডের ফটোকপি।
মোবাইল ব্যাংকিং একাউন্ট (বিকাশ/নগদ/রকেট) খোলা যার নামে তার (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
সংযুক্ত সকল ফটোকপি গুলো অবশ্যই স্পষ্ট এবং A4 সাইজ পেপারে হতে হবে।
![]() |
এরপরও যদি কোন সমস্যা হয় আপনি আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন, আমার মেইল আমি নিচে দিয়ে রাখলাম
mmuktadur886@gmail.com

Comments
Post a Comment